চীনে সাড়ে চারশর বেশি যাত্রী নিয়ে জাহাজডুবি
চীনের ইয়েৎসি নদীতে সাড়ে চারশর বেশি যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির হুবেই প্রদেশে এ ঘটনা ঘটে।
হুবেই নৌ চলাচল কর্তৃপক্ষ জানায়, দংফাংজিজিয়াং (পূর্ব তারা) নামের জাহাজটি রাত ৯টা ২৮ মিনিটে ইয়েৎসি নদীর হুবেই প্রদেশ অংশে ডুবে যায়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়, এখন পর্যন্ত জাহাজটি থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে। তবে প্রবল বাতাস ও ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।
জাহাজ থেকে উদ্ধার হওয়া নাবিক ও প্রধান প্রকৌশলী জানান, জাহাজটি চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের রাজধানী ন্যানজিং থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর চংহিংয়ে যাচ্ছিল। এতে ৪০৫ যাত্রী, পাঁচ ট্রাভেল এজেন্সি শ্রমিক ও ৪৭ ক্রু ছিল। সাইক্লোনের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।