মালিতে সেনাছাউনিতে গাড়িবোমা হামলা, নিহত ৬৭
মালির উত্তরাঞ্চলে সেনাছাউনিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৬৭ জন মারা গেছেন। আজ বুধবার এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম ‘ইএফই’।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা দেশটির উত্তরের গাও শহরে এ গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। হামলার সময় শতাধিক সেনাসদস্য তাঁদের ব্যারাকে প্রবেশ করছিলেন।
দেশটির নিরাপত্তাহীন শহরগুলোর মধ্যে গাও অন্যতম। শহরটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। একাধিক ইসলামী জঙ্গি সংগঠন শহরটি পরিচালনা করছে এবং মাঝেমধ্যে তারা সেনাবাহিনী ও জাতিসংঘ বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে।