মার্কিন বিমান হামলায় লিবিয়ায় ৮০ ‘আইএস’ সদস্য নিহত
লিবিয়ার সির্তের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৮০ সদস্য নিহত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয় বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে।
পেন্টাগনের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, সির্ত নগরীর কাছে গড়ে তোলা দুটি আইএস ‘সেনা’ক্যাম্পে যুক্তরাষ্ট্র বি-টু বোমারু বিমান ও ড্রোন দিয়ে হামলা চালায়। এতে ৮০ আইএস যোদ্ধা নিহত হয়।
পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, সির্তের পাশে আলাদা আলাদা জায়গায় গড়ে তোলা দুটি ক্যাম্পে বৃহস্পতিবার রাতভর এই অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রের অভিযানের পর ওই দুটি ক্যাম্প এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে লিবিয়ার সেনারা।
বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছিলেন, ‘আইএস যোদ্ধারা ইউরোপে হামলার পরিকল্পনা করছে।’ তিনি তাঁর দাবির সপক্ষে কোনো তথ্য-প্রমাণ দেননি।
শেষ কার্যদিবসে কার্টার বলেন, ‘যেখানেই আইএস দেখা যাবে, সেখানেই হামলা চালাতে হবে।’
ওই বক্তব্যে কার্টার মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর পাশাপাশি লিবিয়ায় আইএসের উদ্বেগজনক তৎপরতার বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন। অ্যাশ কার্টারের ওই বক্তব্যের পরই লিবিয়ায় আইএসের ঘাঁটিতে হামলা চালানো হলো।