মানবপাচার : থাইল্যান্ডের সেনা কর্মকর্তার আত্মসমর্পণ
মানবপাচারের অভিযোগ মাথায় নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পুলিশ কার্যালয়ে আত্মসমর্পণ করেছেন দেশটির উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তা। স্থানীয় সময় আজ বুধবার সকালে লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপাল আত্মসমর্পণ করেন।
সেনাবাহিনীর আইন কর্মকর্তাদের সঙ্গে তিনি ব্যাংকক সময় বেলা ১১টায় পুলিশপ্রধান সমিয়ত পুম্পুনমুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শংখলার প্রাদেশিক পুলিশ অঞ্চল ৯-এর কার্যালয়ে নেওয়া হয়।
বাংলাদেশ ও মিয়ানমার থেকে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল দিয়ে মালয়েশিয়ায় পাঠানো হয় অভিবাসনপ্রত্যাশীদের। গত মে মাসে মালয়েশিয়ার সীমান্তবর্তী শংখলা প্রদেশে গণকবরের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া গহিন জঙ্গলে কয়েকশ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করে তারা। মালয়েশিয়ার কর্তৃপক্ষও তাদের সীমান্ত অঞ্চলে শতাধিক কবরের সন্ধান পায়। ধারণা করা হচ্ছে, অভিবাসনপ্রত্যাশীদের হত্যা করে এসব কবরে দাফন করা হয়।