মডেল রুগণ, তাই বিজ্ঞাপন নিষিদ্ধ
মডেলকে রুগণভাবে উপস্থাপন করায় পোশাক ডিজাইনার প্রতিষ্ঠান ইভ সাঁ লরাঁর জন্য তৈরি বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি (এএসএ) এ নিষেধাজ্ঞা জারি করেছে।
বিজ্ঞাপনে দেখা যায়, সাদা-কালো ছবিতে একজন নারী মডেল দুই হাত মাথায় রেখে মেঝেতে শুয়ে আছেন। তাঁর চোখ বন্ধ, খাটো পোশাক, কালো একটি জ্যাকেট ও হাই হিল পরা। ছবিটি যুক্তরাজ্যের ইলে ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে।
ইভ সাঁ লরাঁ জানিয়েছে, তারা অভিযোগকারীর দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হতে পারছে না যে, মডেলকে রুগণ দেখাচ্ছে। তবে এর বেশি কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ইলে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এএসএ জানায়, বিজ্ঞাপনে মডেলের পোজ ও আলোর যে ইফেক্ট ব্যবহার করা হয়েছে, এর ফলে তাঁর বক্ষের প্রতি চোখ চলে যায় (ফোকাস)। তাঁর বুকের হাড় গুরুত্ব সহকারে দৃশ্যমান।
সংস্থাটি আরো জানায়, মডেলের পা, বিশেষ করে তার উরু ও হাঁটু ছবিতে একই আকৃতির মনে হচ্ছে এবং খুব পাতলা দেখা যাচ্ছে। এর অর্থ হলো ছবিতে মডেলকে রুগণ ও ওজনে কম দেখানো হয়েছে।
এএসএস জানায়, বিজ্ঞাপনটি এভাবে যেন আর না দেখানো হয়। বিজ্ঞাপন প্রস্তুতকারীদের অবশ্যই এ ব্যাপারে দায়িত্বশীল হতে হবে।