তবু বেশি আসন পাওয়ার আশা বিজেপির
দিল্লির বিধানসভা নির্বাচনের পর প্রায় সব জরিপে আম আদমি পার্টি (এএপি) এগিয়ে থাকলেও তা মানতে নারাজ ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এখনো বেশি আসন পেয়ে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দিল্লির নির্বাচন নিয়ে গতকাল রোববার একটি পর্যালোচনা সভা করেছে বিজেপি। সভার পর বিজেপির দিল্লি শাখার প্রধান সতীশ উপাধ্যায় জানান, নির্বাচনে তাঁর দল সরকার গঠনের মতো আসন পেয়ে এগিয়ে থাকবে।
পর্যালোচনার পর বিজেপি আশা করছে, তারা ৩৬ থেকে ৩৯টি আসন পাবে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন সদস্য বলেন, ‘আমরা কতটি আসন পাব তা এখনো বলতে পারছি না। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আসনের সংখ্যা ৩৬টির বেশি হবে।’ তবে অভ্যন্তরীণ জরিপ অনুযায়ী, নির্বাচনে দলটি ৩৪ আসন পাবে।
সতীশ উপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত গতকালের পর্যালোচনা সভায় দিল্লির সব সংসদীয় আসনে বিজেপির নৈপুণ্য মূল্যায়ন করা হয়।
গত ৭ ফেব্রুয়ারি, শনিবার দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল প্রকাশিত হবে কাল ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার। এতে মূল দুই প্রতিদ্বন্দ্বী এএপির অরবিন্দ কেজরিওয়াল ও বিজেপির কিরণ বেদি।