ল্যুভর জাদুঘরে ছুরি হামলাকারীকে নিরাপত্তারক্ষীর গুলি
ফ্রান্সের রাজধানী প্যারিসে ল্যুভর জাদুঘরে হামলাকারী সন্দেহে এক ব্যক্তির ওপর প্রকাশ্যে গুলি চালিয়েছেন সেখানকার দায়িত্বরত এক সৈনিক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এক ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে ওই সৈনিকের ওপর একটি ছুরি দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করে। যখন ওই সৈনিক তা প্রতিহত করার চেষ্টা করেন, তখন তিনি গুরুতর আহত হন।
ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারী ল্যুভর জাদুঘরের আন্ডারগ্রাউন্ডের দোকানে প্রবেশের চেষ্টা করছিলেন।
এদিকে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ‘গুরুতর’ উল্লেখ করে সেখানে বড় ধরনের আইনশৃঙ্খলা অভিযানের কথা জানিয়েছে। তবে এখনো এ ঘটনার বিষয়ে পুরোপুরি কিছু জানা যায়নি।
ফ্রান্স পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার দিয়েছিল। কিন্তু তিনি কোনো বিস্ফোরক বহন করেননি।
খবরে বলা হয়, ওই হামলাকারী সম্ভবত একটি কি দুটি সুটকেস বহন করছিলেন। তবে অন্যরা বলছেন, তাঁর কাঁধে একটি ব্যাগ ছিল এবং সেটার মধ্যে তিনি একটি চাপাতি বহন করতেন।