দিল্লিতে ভোট গণনা শুরু
দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরুর সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ভারতের নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজধানীর ১৪টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। গণনার সব প্রক্রিয়া ভিডিওতে ধারণ করা হচ্ছে।
সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ১৪টি স্থানের ৭০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো রাখা হয়েছে। এসব কক্ষ ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কক্ষের পাহারায় রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, সশস্ত্র পুলিশ ও স্থানীয় পুলিশ।
৭ ফেব্রুয়ারি, শনিবার দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭০টি আসনে মোট ভোটারের ৬৭ দশমিক ১৪ শতাংশ ভোট দিয়েছেন। নির্বাচনের পর প্রায় সব জরিপে আম আদমি পার্টি (এএপি) এগিয়ে থাকলেও তা মানতে নারাজ ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এখনো বেশি আসন পেয়ে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেছে।
২০১৩ সালের ২৮ ডিসেম্বর দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন কেজরিওয়াল। সে সময় মাত্র ৪৯ দিন ক্ষমতায় থেকে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন তিনি। এ সময়ে নাগরিকদের উন্নয়নে কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আকস্মিক পদত্যাগে লোকজন ক্ষুব্ধ হয়েছিল।
এবারের নির্বাচনকে ব্যক্তিকেন্দ্রিক লড়াইয়ের প্রতীক হিসেবে মনে করা হচ্ছে। এর এক পক্ষে আছেন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী সমাজকর্মী কেজরিওয়াল। অন্য প্রান্তে ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) সাবেক কর্মকর্তা, দুর্নীতিবিরোধী আন্দোলনের সাবেক কর্মী, বিজেপির প্রার্থী কিরণ বেদি। এ দুজনের মধ্যে কার কারিশমা ভোটারদের মাত করেছে, তা দেখতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়।