ট্রাম্প ‘যুগে’ উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।
স্থানীয় সময় রোববার দেশটির পিয়ংগান প্রদেশে অবস্থিত বাংগিয়ন বিমানঘাঁটি থেকে জাপান সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রোববার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি সম্পর্কে তারা ওয়াকিবহাল।
গত বছর বেশ কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আক্রমণাত্মক বিবৃতি ওই অঞ্চলে সংকটময় পরিস্থিতি তৈরি করছে বলে মনে করেন কিছু বিশ্লেষক।
চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানান, খুব তাড়াতাড়ি পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছেন তাঁরা।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে যান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তিনি জানান, উত্তর কোরিয়ার কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের ব্যবহারের সমুচিত জবাব দেওয়া হবে। এ বছরই দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হবে।
২০১৬ সালে উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্রে পরমাণু আক্রমণে সক্ষম বলেও দাবি করে দেশটি। তবে আসলেই দেশটি এমন সক্ষমতা অর্জন করেছে কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন।