ঘুষ ও ভিআইপি সংস্কৃতি বন্ধ করব : কেজরিওয়াল
বেসরকারিভাবে দিল্লির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘এটা জনগণের বিজয়। আমার প্রথম লক্ষ্য ঘুষ বন্ধ করা।’
আজ মঙ্গলবার ভারতের টেলিভিশন এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘আমি নড়বড়ে ছিলাম না। জানতাম, লোকজন আমাদের সঙ্গে আছে। আমি জনতার মুখ্যমন্ত্রী হতে চাই। একই সঙ্গে দুর্নীতি ও ভিআইপি সংস্কৃতি বন্ধ করতে চাই।’
ভারত সরকারের সাবেক কর কর্মকর্তা থেকে রাজনীতিক বনে যাওয়া ৪৬ বছর বয়সী কেজরিওয়াল বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। আই অ্যাম জানতা কা সিএম (আমি জনতার মুখ্যমন্ত্রী)।’ এ সময় প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি সম্পর্কে তিনি বলেন, ‘আমি তাঁর (বেদি) বিষয়ে রূঢ় কোনো মন্তব্য করব না।’
বিধানসভা নির্বাচনের আগে সব রাজনৈতিক সভা-সমাবেশে কেজরিওয়াল কিরণ বেদিকে চমৎকার মানুষ বলেছেন। একই সঙ্গে কিরণ বেদি ভুল রাজনৈতিক দলে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
বিধানসভা নির্বাচনের সর্বশেষ খবর অনুযায়ী, আম আদমি পার্টি (এএপি) ৭০ আসনের ৬৭টিতে জয়ী হয়েছে।
প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছে মাত্র ৩ আসন। তবে দিল্লির সাবেক শাসক দল কংগ্রেস একটি আসনও পায়নি।