স্টেডিয়ামে ৭৪ মৃত্যুর ঘটনায় ১১ জনের প্রাণদণ্ড
মিসরের পোর্ট সৈয়দ শহরের একটি স্টেডিয়ামে ফুটবল খেলা নিয়ে সহিংসতায় ৭৪ জনের মৃত্যুর ঘটনায় ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন মিসরের আদালত। আজ মঙ্গলবার উপকূলীয় শহর পোর্ট সৈয়দের একটি অপরাধ আদালত এই রায় দেয়।
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে পোর্ট সৈয়দ ফুটবল স্টেডিয়ামে স্থানীয় ক্লাব আল-মাসরি ও কায়রোর ক্লাব আল-আহলির মধ্যকার ওই খেলাটি চলাকালে সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সংঘর্ষে স্টেডিয়ামের ৭৪ জন দর্শক নিহত হন। অনেকেই তাড়াহুড়ো করে বের হতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান। আহত হন সহস্রাধিক দর্শক। উল্লেখ্য, মিসরের ঘরোয়া ফুটবলে আল-মাসরি ও আল-আহলি চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল।
বিপুল প্রাণিহানির এ ঘটনায় দায়ের করা মামলায় গত এপ্রিল ১১ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন পোর্ট সৈয়দের নিম্ন আদালত। পরে মামলাটি পুনর্বিচারের জন্য আপিল আবেদন করা হয়।
আজ মঙ্গলবার আদালত, ১১ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। একই সঙ্গে ১০ জনের ১৫ বছর, ১৪ জনের ১০ বছর এবং ১৫ জনের পাঁচ বছর করে কারাদণ্ডাদেশ দেন। ২১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। এ ছাড়া আরো ৪০ জনকে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। তবে এ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলেও আদালত জানান।