ফেসবুকে সরাসরি অনুষ্ঠানে দুই সাংবাদিককে হত্যা
রেডিওর একটি কথোপকথন অনুষ্ঠানের লাইভ চলছে ফেসবুকে। সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে লাইভে বলছেন দুই সাংবাদিক। একটি রেডিও স্টেশনের স্টুডিওতে ঘটছে ঘটনাটি। এর মধ্যেই হঠাৎ একজন ঢুকে পড়লেন স্টুডিওতে। কোনো কিছু বঝে ওঠার আগেই বেশ কয়েকটি গুলি। পরে জানা গেল লাইভেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই দুই সাংবাদিক।
ঘটনাটি ঘটেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ ডোমানিকান রিপাবলিকে। স্থানীয় সময় গত বুধবার দেশটির রাজধানী সান্তা ডমিনিগোর পাশের শহর সান পেদ্রো ডি মাকোরিসে এই ঘটনা ঘটে। সমুদ্র তীরবর্তী শহরটি পর্যটন এলাকা হিসেবেও বিখ্যাত।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, রেডিওতে সরাসরি প্রচারিত হচ্ছিল ওই অনুষ্ঠানটি। এ সময় একজন রেডিওকর্মী ফেসবুক পেজে ওই অনুষ্ঠানটি লাইভ চালাচ্ছিলেন। হঠাৎই কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপর অনুষ্ঠানটির লাইভ ও রেডিও সম্প্রচার দুই-ই বন্ধ হয়ে যায়। এ ছাড়া গুলি চলাকালীন ‘গুলি গুলি’ বলে এক নারীর আর্তচিৎকারও শোনা গেছে।
এদিকে ঘটনার পর সান পেদ্রো ডি মাকোরিসের পুলিশ প্রধান জিন রদ্রিগোয়েজ বলেছেন ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ওই ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।