সিঙ্গাপুরের আকাশে ‘সাতরঙা আগুন’
সোমবারের শেষ বিকেল। সিঙ্গাপুরের আকাশে দেখা গেল বিচিত্র এক ছবি। ভেসে থাকা সাদা মেঘের সঙ্গে যেন স্বর্গীয় বর্ণছটা। আগুনরঙা রংধনু।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রংধনু দেখতে ছিল অনেকটা আগুনের মতো। মেঘ জমে বরফ হয়ে কাচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছিল। ওই মেঘের ওপর সূর্যের আলো প্রতিফলিত হলে এমন বর্ণছটা দেখা যায়।
অনেকেই আবার বলেছেন, সেটি ছিল একটি মেঘ রংধনু। পানির ফোটা জমাট বাঁধা বরফের ওপরে আলো প্রতিফলিত হয়ে এ ধরনের রংধনু দেখা যায়।
ফাজিদা মোখতার নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, ‘কমলা রঙের ওই আলো প্রথমে ছোট গোলাকৃতির ছিল। পরে তা আস্তে আস্তে বড় হয়। তখন অন্যান্য রং দেখা যায়। সেটি ১৫ মিনিট স্থায়ী ছিল। পরে আস্তে আস্তে হারিয়ে যায়।’
ফাজিদা আরো বলেন, ‘স্কুলের সব শিশু, কয়েকজন অভিভাবক ও অন্যান্য কর্মী খুবই উত্তেজিত হয়ে পড়েছিল এবং এমন সুন্দর ও অসাধারণ রংধনু খুবই দুর্লভ বলে তাঁরা মন্তব্য করছিলেন।’
রংধনুর ছবিগুলো ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশ জনপ্রিয়তা পায় ওই ছবিগুলো।