টাওয়ার হ্যামলেটসে লুৎফুরের জায়গায় মেয়র বিগস
নির্বাচন-সংক্রান্ত দুর্নীতির দায় নিয়ে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র লুৎফুর রহমান। সরাসরি নির্বাচিত হয়ে পৌর এলাকাটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা জন বিগস।
বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবারের নির্বাচনে বিগস ৩২ হাজার ৭৫৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী রবিনা খান পান ২৬ হাজার ৩৮৪ ভোট। তিনি লুৎফুর রহমানের দল ‘টাওয়ার হ্যামলেটস ফার্স্ট’-এর সাবেক নেত্রী। ভোটের দিক থেকে তৃতীয় হন কনজারভেটিভ নেতা পিটার গোল্ডস। তিনি পান পাঁচ হাজার ৯৪০ ভোট।
দুর্নীতির দায় নিয়ে চলতি বছরের এপ্রিলে সরে দাঁড়াতে বাধ্য হন লুৎফুর রহমান। নতুন মেয়র নির্বাচনে তাঁর অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জন বিগস।
ভোটের দিক থেকে প্রথম তিনজন বাদে টাওয়ার হ্যামলেটস নির্বাচনের অন্য প্রার্থীরা হলেন লিবারেল ডেমোক্রেটস দলের ইলেইন ব্যাগশ, রেড ফ্ল্যাগের অ্যান্ডি এরলাম, গ্রিন পার্টির জন ফস্টার, অ্যানিম্যাল ওয়েলফেয়ার পার্টির ভেনেসা হেলেন হাডসন, ইউনাইটেড কিংডম ইনডিপেনডেন্ট পার্টির (ইউকেআইপি) নিকোলাস ম্যাককুইন, স্বতন্ত্র প্রার্থী হাফিজ আবদুল কাদির ও মো. মতিউর রহমান।