গুপ্তচরদের সরিয়ে নিল যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিগুলো ব্যবহার করেছে রাশিয়া ও চীন। এতে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দাদের অবস্থান জেনে গেছে দেশ দুটি। আর এ শঙ্কায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গুপ্তচরদের দেশে ফেরত নিয়ে গেছে যুক্তরাজ্য।
দ্য সানডে টাইমসের বরাত দিয়ে গার্ডিয়ানের খবরে বলা হয়, যুক্তরাজ্যের গোপন কার্যক্রম পরিচালনাকারী গোয়েন্দা সংস্থা এমআই৬ বিদেশে দায়িত্বে থাকা চরদের ফেরত এনেছে।
সানডে টাইমসের খবরে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে স্নোডেন প্রথমে চীন নিয়ন্ত্রিত হংকংয়ে পাড়ি জমিয়েছিলেন। এর পর তিনি রাশিয়ায় আশ্রয় পান। এই সুবাদে দুই দেশই তাঁর ফাঁস করা নথিপত্র ব্যবহারের সুযোগ পায়। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের কর্মকর্তারা মনে করছেন, রাশিয়া ও চীন স্নোডেনের তথ্যগুলো হ্যাক করেছে।
গার্ডিয়ানকে স্নোডেনের সরবরাহ করা এনএসএর নথিগুলো থেকে জানা যায়, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ফোন ও ইন্টারনেটের ওপর গণনজরদারি করেছিল।