বিবিসির সরাসরি অনুষ্ঠানে বাবা, ঢুকে পড়ল দুই শিশু
বাবা বাড়িতে, কিন্তু তাঁর ছোট্ট ছেলেমেয়েদের সঙ্গে খেলবেন না। তাও কি হয়? হোক না সেটা বাবার কাজের সময়।
বাচ্চারা তো আর বলে-কয়ে আবদার করে না। এ কারণে বাড়িতে কাজের সময় পড়তে হতে পারে বিব্রতকর পরিস্থিতিতে।
এমনই এক ঘটনা ঘটল অধ্যাপক রবার্ট কেলির সঙ্গে। নিজ বাসায় বসে ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে কোরীয় রাজনীতি নিয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুষ্ঠানে। বিপত্তিটা ঘটল তখনই।
বিবিসির ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের উপস্থাপকের সঙ্গে আলোচনায় বেশ মগ্ন ছিলেন কেলি। হঠাৎ তাঁর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল তাঁর ছোট্ট মেয়ে ম্যারিয়ন। আর তার পিছে বেবি ওয়াকারে চড়ে এলো ছোট ভাই জেমস।
সরাসরি অনুষ্ঠান চলার সময় সন্তানদের দেখে প্রথমে বেশ ঘাবড়ে গেলেন কেলি। হাত দিয়ে মেয়েকে একটু পেছনে সরিয়ে দিলেন। তবে বেশি কিছু হওয়ার আগেই বেশ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন তাদের মা। তারপর একপ্রকার টেনেহিঁচড়ে দুই শিশুকে নিয়ে গেলেন ঘরের বাইরে। ক্ষমা চেয়ে নিয়ে কেলিও নির্বিঘ্নে চালিয়ে গেলেন কোরীয় রাজনীতির আলাপ।
ভিডিওটি ছড়িয়ে পড়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে। কেলি পরিবারের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। কেলি দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির একজন অধ্যাপক। তিনি কোরীয় রাজনীতি বিশেষজ্ঞ। কেলির স্ত্রী জুং-আ কিম একজন যোগব্যায়াম শিক্ষিকা।
ভিডিওটি ইন্টারনেটে ছাড়েন বিবিসির এক প্রযোজক। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লেখেন, ‘যখন আপনার বাচ্চারা টেলিভিশনে চলা লাইভ অনুষ্ঠানের সময় বাধা দেয়… একটি অসাধারণ মুহূর্ত এবং আমাদের অতিথি সেটি বেশ দক্ষতার সঙ্গে সামলে নিয়েছেন।’