ইথিওপিয়ায় ভূমিধসে নিহত ৪৬
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার পাশে আবর্জনা রাখার জায়গায় ভূমিধসে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। গতকাল রোববার যোগাযোগমন্ত্রী নেগেরি লেনচো এ তথ্য জানিয়েছেন।
লেনচো বলেন, ভূমিধসের কারণ তদন্ত করছেন কর্মকর্তারা। তিনি আরো বলেন, ‘এটা খুব দুঃখজনক ঘটনা, কারণ সরকার ওই এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের চেষ্টা করছিল।’ তিনি জানান, আবর্জনা থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের জন্য সরকার সেখানে একটি কারখানা নির্মাণ করছিল।
মন্ত্রী বলেন, ভূমিধসে যারা নিখোঁজ রয়েছে, তাদের অনুসন্ধান করছে নিরাপত্তা বাহিনী। যেসব পরিবার আক্রান্ত হয়েছে, সরকার তাদের পুনর্বাসন করবে।
আবর্জনার স্তূপের পাশে বসবাসরত লোকজনকে সহায়তা করে কানাডার বেসরকারি সংস্থা হোপ ফর কোরাহ। ফেসবুকে সংস্থাটি জানায়, আবর্জনার এলাকায় থাকা লোকজন বন্ধু ও পরিবারের লোকজনকে হন্যে হয়ে খুঁজছে। সংস্থাটি আরো জানায়, ভূমিধসের পর আটকে পড়া লোকজন ফোনে বাঁচার আকুতি জানিয়েছে।