মার্কিন হামলায় শীর্ষ জঙ্গি নিহত : লিবিয়া
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় লিবিয়ার আজদাবিয়া শহরে ইসলামিক শীর্ষ জঙ্গি নেতা মোখতার বেলমোখতার নিহত হয়েছেন। ২০১৩ সালে আলজেরিয়ায় গ্যাসচুল্লিতে ভয়াবহ হামলার জন্য মোখতারকে দায়ী করা হয়।
গতকাল রোববার রাতে বিমান হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন লিবিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
লিবিয়ার স্বীকৃত সরকার জানিয়েছে, আলজেরিয়ায় হামলার জন্য জঙ্গি মোখতারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের।
লিবিয়া সরকারের এক মুখপাত্র বলেন, ‘লিবিয়ার সরকার নিশ্চিত করেছে, মার্কিন যুদ্ধবিমান থেকে গত রাতে অভিযান চালানো হয়, এতে সন্ত্রাসী বেলমোখতার নিহত হন।’
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, অভিযানে অংশ নেওয়া অন্তত একটি যুদ্ধবিমানের হামলার লক্ষ্যবস্তু ছিল বেলমোখতার। পেন্টাগনের মুখপাত্র আইলিন লাইনেজ জানান, তাঁর কাছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য নেই।
আকাশপথে হামলার পর সশস্ত্র বাহিনীর একটি বহরকে আহতদের উদ্ধার করে আজদাবিয়ার হাসপাতালে নিতে দেখা গেছে। হামলায় বেশ কয়েকজন জঙ্গি আহত হয়েছে। অনেকেই মরুভূমিতে পালিয়ে গেছে।
লিবিয়ার গৃহযুদ্ধে মার্কিন কর্মকর্তারা কয়েক দিন ধরেই অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে আসছেন। এর মধ্যেই বোমা হামলা চালানো হলো। আগামী ১৭ জুনের মধ্যে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী সব পক্ষকে জাতিসংঘের হস্তক্ষেপে চুক্তিতে সই করতে বলছে ওয়াশিংটন।