উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘ব্যর্থ’
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা।
স্থানীয় সময় বুধবার এই পরীক্ষা চালানো হয়েছিল।
দক্ষিণের দাবি, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলবর্তী ওনসান শহর থেকে পরীক্ষার জন্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে মোট কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ও সেগুলো কী ধরনের ছিল সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হয়।
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সেনা মহড়ার জবাবেই ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল বলে ধারণা দক্ষিণের কয়েকজন বিশ্লেষকের।
চলতি মাসেই জাপান সাগরের দিকে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে তিনটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়ে।
ফেব্রুয়ারিতে পিয়ঙ্গান প্রদেশে অবস্থিত বাঙ্গিয়ন বিমানঘাঁটি থেকে জাপান সাগরের দিকে পরীক্ষামূলভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেটিই ছিল দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছেন তাঁরা।
গত বছর বেশ কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আক্রমণাত্মক বিবৃতি ওই অঞ্চলে সংকটময় পরিস্থিতি তৈরি করছে বলে মনে করেন কিছু বিশ্লেষক।
পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ২০০৬ সাল থেকেই উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।