আটলান্টিক মহাসাগরে মালবাহী জাহাজ উধাও
দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে হারিয়ে গেছে। জাহাজটিতে ২৪ জন মানুষ ছিলেন। তাঁদের মধ্যে ১৬ জন ফিলিপাইন ও আটজন দক্ষিণ কোরিয়ার নাগরিক।
গত শুক্রবার স্টেলার ডেইজি নামে ওই জাহাজটি ঠিকঠাকভাবে চলছিল বলে জানান জাহাজের একজন কর্মী।
এদিকে, লাইফ বোটে (জীবন রক্ষাকারী ভেলা) ভাসমান অবস্থায় ওই জাহাজের দুই ফিলিপিনো নাবিককে উদ্ধার করা হয়েছে বলে উরুগুয়ে সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
উরুগুয়ে নৌবাহিনীর পক্ষ থেকে আটলান্টিকের ওই অঞ্চলে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঘটনাস্থলে জ্বালানি তেলের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনীর একজন মুখপাত্র।
জাহাজে থাকা বাকি ২২ জনের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাজিল ও উরুগুয়ের কাছেও উদ্ধারকাজে সাহায্যের আবেদন করেছে দেশটি।
স্টেলার ডেইজি জাহাজটির দৈর্ঘ্য এক হাজার ২৪ ফুট। সেটির ধারণক্ষমতা দুই লাখ ৫০ হাজার টন। ব্রাজিল থেকে ছেড়ে গিয়েছিল স্টেলার ডেইজি।