রাশিয়ায় পাতাল রেলে হামলা : নিহত বেড়ে ১১
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের সেন্যায়া প্লসচাদ পাতাল রেলে হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪৫ জন।
স্থানীয় সময় রোববার এ হামলা হয়।
রাশিয়ার একটি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, একটি ট্রেনে বোমা হামলাকারী মধ্য এশীয় থাকতে পারে বলে দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি।
রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের একটি প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী এক তরুণকে মূল সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। সন্দেহভাজন ওই তরুণ মধ্য এশিয়ার বাসিন্দা ও ইসলামী চরমপন্থার সঙ্গে তাঁর সংযোগ ছিল।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে আরো বলা হয়, ওই তরুণ আত্মঘাতী বোমা হামলা চালায়। লাশের বিভিন্ন অংশ থেকে তাঁকে শনাক্ত করা গেছে। তবে দিমিত্রি পেসকভ নামে রাশিয়ার প্রেসিডেন্টের এক মুখপাত্র ইন্টারফ্যাক্সের এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, বোমা হামলার সঙ্গে এক নারীও যুক্ত থাকতে পারেন।
তবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে বোমা হামলাকারীদের বিষয়ে কোনো কথা বলেনি। শুধু হামলার সঙ্গে সন্ত্রাসবাদের সংযোগ আছে বলে জানানো হয়েছে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি হামলার ঘটনাটি তদন্ত করবে। দুজন হামলাকারী রেলে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল বলে ধারণা করছে তারা।
হামলার পর স্টেশনের কাছেই আরেকটি বোমা পাওয়া যায়। তবে বিস্ফোরণের আগেই তা নিষ্ক্রিয় করা হয়।
বিবিসি জানিয়েছে, সামাজিক গণমাধ্যমে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, একটি রেল কামরার দরজা দুমড়েমুচড়ে গেছে। কামরার ভেতরের অবস্থা বিধ্বস্ত।
এ ছাড়া অন্য একটি ছবিতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মের মাটিতে শুয়ে আছেন আতঙ্কিত মানুষ। বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো স্টেশন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার সময় সেন্ট পিটার্সবার্গে ছিলেন। হামলার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে এই হামলার পর রাশিয়ার বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।