মিসরে গির্জায় বোমা বিস্ফোরণ, নিহত ১৩
মিসরের রাজধানী কায়রোতে একটি গির্জায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আজ রোববার কায়রোর তানতা এলাকায় সেন্ট জর্জ কপটিক নামে গির্জায় এই বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এর সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে।
গত বছরের ডিসেম্বরে কায়রোতে আরেকটি গির্জায় বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ২৫ জন নিহত হন।