যুক্তরাষ্ট্রের কাছে বাবার মৃত্যুসনদ চেয়েছিলেন ওসামার ছেলে
যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বাবার মৃত্যুসনদ চেয়েছিলেন জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে আবদুল্লাহ বিন লাদেন। সৌদি আরবের মার্কিন দূতাবাস থেকে এই সনদ দিতে অস্বীকৃতি জানানো হয়।
বিবিসি জানায়, শনিবার সৌদি সরকারের ৬০ হাজার নথি ফাঁস করেছে উইকিলিকস। এর মধ্যে এক চিঠিতে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল গ্লেন কাইজার ওসামা বিন লাদেনের ছেলে আবদুল্লাহ বিন লাদেনকে লেখেন, তিনি মৃত্যুসনদ দিতে পারবেন না। চিঠিটি লেখা ২০১১ সালের ৯ সেপ্টেম্বর আল-কায়েদা নেতার মৃত্যুর চার মাস পর।
এক বিবৃতিতে উইকিলিকস জানায়, লন্ডনের ইকুয়েডর দূতাবাসে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আশ্রয় নেওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে এসব নথি ফাঁস করা হচ্ছে।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথি প্রকাশ করে আলোচনায় আসে উইকিলিকস।
ওসামার ছেলেকে দেওয়া ওই চিঠিতে গ্লেন কাইজার বলেন, কোনো মৃত্যুসনদ দেওয়া হবে না। তিনি বলেন, ‘সামরিক অভিযানে নিহত ব্যক্তিদের ক্ষেত্রে এ নিয়মই অনুসরণ করা হয়।’
তবে মৃত্যুসনদের পরিবর্তে দূতাবাসের কর্মকর্তা অবশ্য মার্কিন আদালতের কিছু নথি দেন আবদুল্লাহ বিন লাদেনকে। এ বিষয়ে কাইজার বলেন, ‘আমি আশা করি, মার্কিন এই নথিগুলো আপনার ও আপনার পরিবারের জন্য সহায়ক হবে।’ আবদুল্লাহ বিন লাদেন কেন বাবার মৃত্যুসনদ চেয়েছিলেন, এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উইকিলিকস জানিয়েছে, এক মাসের মধ্যে তারা পাঁচ লাখের বেশি ‘সৌদি কেবলস’ প্রকাশ করতে যাচ্ছে। এর মধ্যে এ পর্যন্ত ৬০ হাজার নথি প্রকাশ করা হয়েছে। এর বেশির ভাগই আরবি ভাষায়।