রোজা না রাখায় ফাঁসি
ওদের অপরাধ, সূর্য ডোবার আগেই রোজা ভেঙে খেয়ে ফেলেছিল। এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে দুই কিশোরকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)! গতকাল সোমবার সিরিয়ার দির ইজর অঞ্চলের মায়াদুন গ্রামে এই ঘটনা ঘটে।
ওই অঞ্চলের আইএসের জিহাদি পুলিশ সদর দপ্তরের (হিসবা) কাছে এক খুঁটিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝোলানো ছিল হতভাগ্য দুই কিশোরের দেহ। গলায় ঝোলানো কাগজে লেখা ছিল, ‘ধর্মকে অগ্রাহ্য করে রোজা ভেঙেছে ওরা।’
গ্রামবাসীর থেকে খবর পেয়ে সংবাদমাধ্যমকে এই নৃশংস ঘটনার কথা জানিয়েছে দেশটির মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটির পরিচালক রামি আবদেল রাহমান জানান, সিরিয়ার দির ইজর প্রদেশে জিহাদি পুলিশের সদর দপ্তরের কাছে সোমবার সকালে দুই কিশোরের ফাঁসি কার্যকর করা হয়।
সিরিয়ায় ইসলামী শাসন কায়েমে জঙ্গিগোষ্ঠী আইএস যাত্রা শুরু করলেও বর্তমানে সিরিয়া এবং ইরাকের বড় অংশসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতেও ছড়িয়েছে জঙ্গিসাম্রাজ্য। আইএসের দেশে সবকিছু নিয়ন্ত্রিত হয় ‘খিলাফত’ আইনে।