তিউনিসিয়ায় হোটেলে হামলা, গোলাগুলিতে নিহত ২৭
তিউনিসিয়ার পর্যটন শহর সুসায় একটি হোটেলে (রিসোর্ট) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থগুলো জানিয়েছে, এখনো সেখানে হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময় চলছে।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্দুকধারীদের হামলায় ২৭ জন নিহতের খবর নিশ্চিত করেছে। এদের অধিকাংশই বিদেশি পর্যটক বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থল থেকে কালাশনিকভ রাইফেলসহ এক বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কতজন হামলার সঙ্গে যুক্ত তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ধারণা করা হচ্ছে রিসোর্টের পর্যটকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত মার্চে তিউনিসের বার্দো জাদুঘরে হামলার পর থেকেই তিউনিসিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়। ওই হামলায়ও কয়েকজন পর্যটক মারা যান। নতুন এই হামলা দেশটির পর্যটন খাতে বড় একটি আঘাত।