সিরিয়ায় ১২০ কুর্দিকে হত্যা করেছে আইএস
ইসলামিক স্টেট (আইএস) বাহিনী সিরিয়ার কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত শহর কোবানেতে ঢোকার ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১২০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সূত্রে আজ শুক্রবার এই খবর জানিয়েছে রয়টার্স।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান রয়টার্সকে বলেন, ‘হাসপাতাল ও কোবানের বাসিন্দা সূত্রের হিসাব মতে, আইএস ১২০ জন বেসামরিক নাগরিককে খুন করেছে।’ এটাকে সিরিয়ায় মারাত্মক হত্যাযজ্ঞগুলোর অন্যতম বলে অভিহিত করেন তিনি। প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার সূত্র উল্লেখ করে তিনি বলেন, ‘জিহাদিরা শহরে প্রবেশ করে শহরের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম প্রবেশদ্বারে বিভিন্ন ভবনগুলোতে অবস্থান নেয় এবং নির্বিচারে গুলি চালায়।’
আবদেল রহমান আরো বলেন, ‘জিহাদিরা জানত যে, কুর্দি বাহিনীর প্রতিরোধের মুখে তারা শহরটিতে অবস্থান করে নিয়ন্ত্রণ করতে পারবে না। তারা শুধু কুর্দিদের হত্যা এবং তাদের মনোবল দুর্বল করতে আঘাত হানার জন্যই এসেছিল।
কুর্দি অধিকারকর্মী অ্যারিন শেখমস বলেন, বৃহস্পতিবার কোবানের প্রতিটি পরিবার একজন না একজন সদস্য হারিয়েছে।
এক সপ্তাহে আগে কুর্দি বাহিনী সীমান্তবর্তী আল আরিয়াদ শহর থেকে আইএসকে হটিয়ে দেয়। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই বৃহস্পতিবারের কোবানে হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।