তাইওয়ানে বিনোদন কেন্দ্রে বিস্ফোরণে আহত পাঁচ শতাধিক
তাইওয়ানের নিউ তাইপে সিটির পালি জেলায় একটি বিনোদন কেন্দ্রে (পার্ক) আগুন ও বিস্ফোরণে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। এঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় পার্কটির প্রধান মঞ্চে এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়েছে, ফরমুসা ওয়াটার পার্ক নামের বিনোদন কেন্দ্রটিতে দাহ্য পাউডার থেকে বিস্ফোরণের পর তা লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, আতঙ্কিত লোকজন চিৎকার করছে, এদিক-ওদিক ছোটাছুটি করছে এবং উদ্ধারকারীরা স্ট্রেচারে করে আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে।
আহতদের মধ্যে ১৮০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। পাউডারে শ্বাস নেওয়ার কারণে অনেকের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছে। এ ঘটনার তদন্ত হচ্ছে। কর্মকর্তাদের ধারণা, একটি পার্টির জন্য তৈরি রঙিন পাউডারের স্প্রের থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে এ ঘটনার সময় মঞ্চের কাছে এক হাজার লোক উপস্থিত ছিলেন।
অগ্নিনির্বাপক বিভাগের প্রাথমিক ধারণা, মঞ্চের লাইটের তাপ ও পাউডার স্প্রে থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।