উপস্থাপকের ডেস্কে হঠাৎ কুকুর, ভিডিও ভাইরাল
রাশিয়ার ‘এমআইআর ২৪ নিউজ’ নামের একটি টেলিভিশনের সংবাদ উপস্থাপক মনোযোগ দিয়ে মস্কোর একটি প্রকল্পের সংস্কারবিষয়ক খবর পড়ছিলেন। এর মধ্যেই হঠাৎ তিনি টেবিলের নিচ থেকে জোরে কিছু ডাকছে বলে শুনতে পান। চমকে উঠে তিনি চারপাশে খুঁজতে শুরু করেন। পরে ডেস্কের নিচে একটি কালো কুকুরকে খুঁজে পান ওই উপস্থাপক।
পুরো ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ডেস্কের নিচে ঘেউ ঘেউ করতে থাকা কুকুরটি উপস্থাপকের মনোযোগ আকর্ষণে মরিয়া হয়ে পড়েছিল। এরপর সে লাফ দিয়ে ডেস্কে উঠে যায়। হয়তো টিভিতে চেহারা দেখাতেই তার এই চেষ্টা।
কুকুরটির মধুর এই উৎপাতের পরও উপস্থাপক চেষ্টা করছিলেন সংবাদপাঠ চালিয়ে যাওয়ার। এমনকি সম্প্রচারের মধ্যেই তিনি কুকুরটির পিঠে হাত বুলিয়ে দেন।
গত সপ্তাহে ইউটিউবে ভিডিওটি আপলোড হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছে ৩৪ লাখ বারের বেশি।