বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ৬২ কোটি টাকার আংটি!
স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যুগে যুগে বহু ব্যতিক্রমী কাজ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পুরুষরা। মোগল সম্রাট শাহজাহান স্ত্রীর জন্য আস্ত একটি মহল বানিয়েছিলেন, যা তাজমহল হিসেবে স্থান করে নিয়েছে বিশ্ব ঐতিহ্যে। এমন আরো বহু নজির পাওয়া যাবে। শাহজাহানের মতো অমর কীর্তি গড়তে না পারলেও খুব একটা পিছিয়ে নেই রাশিয়ার ব্যবসায়ী অ্যালেক্সি শপোভালোভ। পঞ্চম বিবাহবার্ষিকীতে স্ত্রী সিনিয়া সারেতজিনানকে তিনি একটি ৭০ ক্যারেটের হীরার আংটি উপহার দিয়েছেন, যার আর্থিক মূল্য ৭৭ লাখ মার্কিন ডলার (৬২ কোটি ১৫ লাখ আট হাজার টাকা)।
স্বামীর কাছ থেকে ২৭ বছর বয়সী মডেল সারেতজিনানের উপহার পাওয়ার বিষয়টি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। উপহারের বিষয়ে সারেতজিনান বলেন, ‘আমার স্বামী কখনোই আমার জন্য উপহার কিনতে কার্পণ্য করে না। সে মনে করছে, আমার জন্য ৩০ ক্যারেটের আংটিও যথেষ্ট নয়।’