ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১৬
ইন্দোনেশিয়ায় আবাসিক এলাকায় সামরিক বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেদান নগরীর বিমানবন্দর থেকে হারকিউলিস সি-১৩০ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই শহরের একটি আবাসিক এলাকার ওপর আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে সুমাত্রা দ্বীপের মেদান শহরের বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দেশটির সামরিক বাহিনীর পরিবহন বিমান হারকিউলিস সি-১৩০ শহরের এক আবাসিক এলাকার ওপর আছড়ে পড়ে। এতে বিমানটি বিস্ফোরিত হয় এবং পুরো এলাকা ধ্বংস্তূপে পরিণত হয়।
এএফপি জানিয়েছে, সামরিক বাহিনীর সি-১৩০ বিমানটিতে ১২ জন ক্রুসহ ১১৩ জন যাত্রী ছিল। যাত্রীদের সবাই ছিল সামরিক বাহিনীর সদস্য।
ইন্দোনেশিয়ার হাসপাতালের সূত্র উল্লেখ করে সিএনএন খবর প্রকাশ করে, বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরের পাশে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে।
ইন্দোনেশিয়ার সেনা মুখপাত্র মেজর জেনারেল ফুয়াদ বাসায়া সিএনএনকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেনাবাহিনীর হারকিউলিস বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানবন্দর থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা সেনা সদস্যরা সবাই মারা গেছেন।
পরিবহন বিমান হারকিউলিস সি-১৩০ ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছিল। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিকে বিমান পরিবহন অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। বিমানটি কী সমস্যা হয়েছিল সেটি জানতে দেশটির সেনাবাহিনী অনুসন্ধান শুরু করেছে।