২১ বার হিমালয়ে চড়ে বিশ্বরেকর্ড!
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টকে ছোঁয়া যেকোনো পর্বতারোহীর জন্যই স্বপ্নের বিষয়। একবার হলেই স্বপ্ন সার্থক। একাধিকবার হলে তো কথাই নেই।
তবে কেউ যদি ২১ বার এভারেস্টে ওঠার কথা বলে? নিশ্চয়ই অবিশ্বাস্য বলে উড়িয়ে দেবেন কথাটি! অথচ এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন নেপালের ৪৭ বছর বয়সী পর্বতারোহী কামি রিতা শেরপা।
নেপালের পর্যটন দপ্তরের দেওয়া তথ্যমতে, গতকাল শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে এভারেস্টে পা রেখে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় সবচেয়ে বেশিবার আরোহণকারী তিনজনের মধ্যে একজন হওয়ার গৌরব অর্জন করেন।
এর আগে আপা শেরপা ও ফুরবা তাশি শেরপা ২১ বার হিমালয়ের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছেন।
রিতা শেরপা এরই মধ্যে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-২, চো-ওযু, লহস্তে, অন্নপূর্ণাসহ প্রায় সব উঁচু শৃঙ্গে আরোহণ করেছেন।
পর্বত আরোহণবিষয়ক সংগঠনের ব্যবস্থাপনা সাংগ্রি-লা নেপাল ট্রাক-এর পরিচালক জীবন ঘিমেরে জানান, কামি রিতা এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় সর্বাধিকবার আরোহণকারীদের একজন। তারা (রিতার দল) দক্ষিণ শিখর থেকে শুক্রবার বেলা ১১টার কাছাকাছি সময়ে চূড়ান্ত আরোহণ যাত্রা শুরু করেছিল।
নেপালের সংস্কৃতি মন্ত্রণালয়ের যোগাযোগবিষয়ক কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ বলেন, ‘তিনি (রিতা) ২১ বার বিশ্বের সর্বোচ্চ শিখরে আরোহণ করে আপা ও ফুরবি তাশির বিশ্বরেকর্ডে ভাগ বসান।’