সুন্দরী সুদানি মডেল ‘অন্ধকারের রানি’
গায়ের রংটা কালো। শুনতে হয়েছে অনেক কটাক্ষ। তবে দমে যাননি নিয়াকিম গেটওয়েক। নিজের রংকেই তুলে ধরেছেন। নিয়াকিমের ছবি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি এখন রীতিমতো তারকা।
অনলাইন নিউজ পোর্টাল স্কুবি ডট কম প্রকাশ করেছে নিয়াকিমের ছবি। দক্ষিণ সুদানের নিয়াকিম এখন বাস করেন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে। শ্বেতাঙ্গরা তো বটেই, অন্যরাও বাঁকা চোখে তাকিয়েছে ওই কৃষ্ণাঙ্গ তরুণীর দিকে। কিন্তু নিয়াকিম কোনো কিছুর তোয়াক্কা করেননি। মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আত্মবিশ্বাস নিয়েই তুলে ধরেছেন নিজেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিয়াকিমের ছবি। একটা নতুন নামও জুটেছে। মন্তব্য লেখা হচ্ছে, ইনি ‘অন্ধকারের রানি।’
গায়ের রঙের জন্য অনেক কথা শুনতে হয়েছে নিয়াকিমকে। একবার এক গাড়ির চালক ১০ হাজার ডলার দিতে চেয়েছিল নিয়াকিমকে। বিনিময়ে রং সাদা করতে হবে।
নিয়াকিম এসব সহ্য করেন। কিন্তু হাসিমুখে উড়িয়ে দেন। যাঁরা রঙের কথা টেনে আনেন, তাঁদের ওই গাড়িচালকের গল্প বলেন।
যাঁরাই নেতিবাচক মন নিয়ে চলেন, তাঁদেরই এড়িয়ে চলেন নিয়াকিম। তিনি জানান, তাঁর চামড়াও অন্যদের মতোই।