মস্কোয় ভয়ংকর হারিকেন : নিহত ১৪, আহত ১৭০
রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশে সোমবার এক হারিকেন আঘাত হানে। ২১০ কিলোমিটার বেগে আঘাত হানা ওই ঝড়কে ভয়ংকর বলে ব্যাখ্যা দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ওই ঝড়ে ১৪ জন নিহত ও অন্তত ১৭০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় দেড়শ’ লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার মস্কোর সরকারি স্বাস্থ্য বিভাগের প্রধান আলেক্সি ক্রিপুনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দিনের শুরুতে হারিকেনের আঘাতে পাঁচ নারীসহ ১৪ জন প্রাণ হারিয়েছেন।
ক্রিপুন বলেন, ‘প্রাকৃতিক এই দুর্যোগের আঘাতে আহত হয়ে মোট ১৬৮ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১৪৬ জনকে মস্কোর ১৫টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গত রাতে মোট ৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে এখনো ১০৮ জন ভর্তি রয়েছেন। তাঁদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল হলেও আটজনের অবস্থা গুরুতর।
উইকিপিডিয়ার তথ্যমতে, আটলান্টিক মহাসাগর এলাকা তথা আমেরিকার আশপাশে ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ যখন ঘণ্টায় ১১৭ কিলোমিটারের বেশি হয়, তখন জনগণকে এর ভয়াবহতা বোঝাতে ‘হারিকেন’ শব্দটি ব্যবহার করা হয়। মায়া দেবতা হুরাকান, যাকে বলা হতো ঝড়ের দেবতা, তার নাম থেকেই হারিকেন শব্দটি এসেছে।