আমি নারী নই, তাই আমার খারাপ দিনও নেই : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আমি নারী নই, তাই আমার খারাপ দিনও নেই।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলিভার স্টোন সমকামী অধিকার ও অ্যাওয়ার্ড স্নোডেনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বেশ কয়েকটি সাক্ষাৎকার নেন।
সাক্ষাৎকারের একপর্যায়ে স্টোন পুতিনের কাছে ক্রেমলিনে তাঁর কখনো খারাপ দিন গেছে কি না জানতে চাইলে পুতিন বলেন, ‘আমি তো নারী নই, তাই আমার কখনো খারাপ দিনও যায়নি। আমি কখনো কাউকে অপমান করার চেষ্টা করিনি। এটা বস্তুর প্রকৃত বৈশিষ্ট্য, এটা প্রকৃতির নির্দিষ্ট বৃত্তে ঘুরপাক খায়।’
তবে সাক্ষাৎকারে পুতিন সমকামীরা যে রাশিয়ায় নির্যাতনের শিকার হয়, সে বিষয়টি এড়িয়ে যান। যদিও রাশিয়ায় অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামিতার প্রচার ঠেকাতে একটি আইন পাস করা হচ্ছে।
পুতিন সমকামীর সঙ্গে গোসলখানায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে গোসলখানায় যেতে পছন্দ না-ই করতে পারি। কিন্তু তাকে বিরক্ত করব কেন? আপনি জানেন হয়তো আমি একজন জুডো (জাপানি কারাতের একটা ধরন) মাস্টার।’
স্নোডেন সম্পর্কে কথা বলতে গিয়ে পুতিন বলেন, ‘স্নোডেন বিশ্বাসঘাতক নয়। তিনি তাঁর দেশের সঙ্গে প্রতারণাও করেননি। তিনি তো তাঁর দেশের তথ্য অন্য কোনো দেশের কাছে পাচার করেননি, যা তাঁর দেশ ও জনগণের জন্য ক্ষতিকর হবে। তিনি যা করেছেন, প্রকাশ্যেই করেছেন।’