‘রাজক্ষমায় মুক্তি পেলেন’ গাদ্দাফির ছেলে
লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলাম মুক্তি পেয়েছেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাইফকে রাজক্ষমার মাধ্যমে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়ন নামে একটি সশস্ত্র বাহিনী।
স্থানীয় সময় শুক্রবার সাইফকে মুক্তি দেওয়া হয়।
২০১১ সালের নভেম্বরে লিবিয়ার একটি মরুভূমি থেকে আটক করা হয় সাইফকে। ছয় বছর ধরে তিনি উত্তর-পশ্চিম লিবিয়ার জিনতান শহরে বন্দি ছিলেন।
স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের বাইদা শহরে আত্মীয়স্বজনদের সঙ্গে অবস্থান করছেন সাইফ। তবে মুক্তি পাওয়ার পর গাদ্দাফিপুত্রকে জনসমক্ষে দেখা যায়নি।
এর আগে লিবিয়ার পশ্চিম অঞ্চলে ক্ষমতাধীন জাতিসংঘ সমর্থিত সরকার সাইফকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। ২০১৫ সালে ত্রিপোলি শহরের একটি আদালত থেকে ওই দণ্ডাদেশ ঘোষণা করা হয়। তবে দেশটির পূর্বাঞ্চলের সরকার তাঁকে ক্ষমা করার ঘোষণা দেয়। লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধেই সাইফকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়ন।