পুতিন কি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি?
দীর্ঘ ১৭ বছর ধরে রাশিয়ায় ক্ষমতার শীর্ষে আছেন ভ্লাদিমির পুতিন। এত সময় ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার সঙ্গে সঙ্গে তাঁর সম্পদও পাল্লা দিয়ে বেড়েছে বলে মত দিয়েছেন কয়েকজন বিশ্লেষক। তাঁদের একজন দাবি করেছেন, রুশ প্রেসিডেন্টের বর্তমান সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলার। আর এই দাবি সত্য হয়ে থাকলে পুতিনই হবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর কাছাকাছি প্রতিদ্বন্দ্বী বলা যাবে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে, যাঁর সম্পদের পরিমাণ সাত হাজার ৫০০ কোটি ডলার।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৬৪ বছর বয়সী পুতিনের আছে ৫৮টি বিমান ও হেলিকপ্টার। এ ছাড়া এই নেতার রয়েছে ২০টি প্রাসাদ ও গ্রামে কিছু বাংলো বাড়ি আছে। আছে পাঁচ লাখ ডলার মূল্যের ঘড়ির সংগ্রহ।
রাজনৈতিক বিশ্লেষক স্তানস্লেভ বেলকোভস্কির বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, ২০০৭ সাল পর্যন্ত পুতিনের সম্পদের পরিমাণ এত ছিল না। সেই সময় পুতিনের সম্পদের পরিমাণ ছিল চার হাজার কোটি ডলার।
তবে অন্য এক লেখক ও গবেষক বিল ব্রাওডার জানান, পুতিনের মোট সম্পদ ২০ হাজার কোটি ডলারেরও বেশি। তিনি সিএনএনের উপস্থাপক ফরিদ জাকারিয়ার শো জিপিএসে ২০১৫ সালে বলেছিলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকে বিপুল সম্পদ অর্জন করেছেন পুতিন।