সিরিয়ায় মসজিদে বোমা হামলা, নিহত ২৫
সিরিয়ার ইদলিব প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় আল কায়েদাসংশ্লিষ্ট গোষ্ঠী নুসরা ফ্রন্টের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।
মানবাধিকার সংস্থা ব্রিটিশ অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরিহা শহরে নুসরা ফ্রন্টের সদস্যরা ইফতার করতে স্থানীয় সালেম মসজিদে জড়ো হন। এ সময়ে হামলা চালানো হয়। এতে আল-কায়েদাসংশ্লিষ্ট এ জেহাদি গ্রুপটির এক শীর্ষ নেতাও নিহত হয়েছেন।
কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। সরকারবিরোধী বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এ হামলায় নিহতের সংখ্যা ৪০ বলে দাবি করা হয়েছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিভিন্ন জিহাদি গ্রুপ সক্রিয় রয়েছে। নুসরা ফ্রন্ট এর একটি। গতকাল তাদের ওপর হামলায় ইসলামিক স্টেটের একটি পক্ষ জড়িত বলে নুসরা ফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে।