রাশিয়ায় ব্যাপক ধরপাকড়, বিরোধীদলের নেতার কারাদণ্ড
রাশিয়ার রাজধানী মস্কোয় একটি বিক্ষোভ সমাবেশে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সমাবেশ ডাকার কারণে দেশটির বিরোধীদলের নেতা অ্যালেক্সেই নাভালনিকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় সোমবার মস্কোর একটি আদালত নাভালনিকে ৩০ দিনের কারাদণ্ডাদেশ দেন। আগামী বছর রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে নাভালনির।
আদালতের রায়ের পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নাভালনি লেখেন, ‘তারা যে গোটা দেশে ডাকাতি করছে শুধু তাই নয়, আমি তাদের জন্য মস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া ডিপেক মোড কনসার্টেও উপস্থিত থাকতে পারব না।’
সোমবারের ওই বিক্ষোভ সমাবেশ থেকে ৮২৫ জনকে আটক করা হয়েছে বলে ওভিডি ইনফো নামে একটি বেসরকারি সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এদিকে পুলিশের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফাক্স জানিয়েছে, সমাবেশে মোটামুটি পাঁচ হাজার বিক্ষোভকারী অংশ নেন।
তবে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওই সমাবেশে তিন হাজার ৫০০ বিক্ষোভকারী ছিলেন। তাঁদের মধ্য থেকে ৫০০ জনকে আটক করা হয়েছে।
গতকাল মস্কোর তেভার্সকায়া স্ট্রিটে উদযাপিত হচ্ছিল ‘রাশিয়া ডে’। সেখানে হাজার হাজার রাশিয়ান দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। হঠাৎই তাদের মধ্য থেকে বিক্ষোভকারীরা বের হয়ে আসে। সে সময় তারা ‘পুতিন চোর’ ও ‘রাশিয়া আবার স্বাধীন হবে’ বলে স্লোগান দিতে থাকে।
সে সময় ঘটনাস্থলে অনেক পুলিশ সদস্য মোতায়েন ছিল। সমাবেশ অবৈধ বলে বিক্ষোভকারীদের সতর্ক করে তারা। এরপরই শুরু হয় ধরপাকড়।