কাতারে অবরোধ নিয়ে মামলা, বাহরাইনে আইনজীবী গ্রেপ্তার
উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য ও প্রতিবেশী দেশ কাতারের ওপর অবরোধের পরিপ্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে মামলার পর খ্যাতনামা এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে বাহরাইন।
স্থানীয় সময় বুধবার আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই আইনজীবীর নাম ইসা ফারাজ আরহামা আল-বুরশাইদ। বাহরাইনে কাতারি নাগরিকদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা ও অন্যান্য অর্থনৈতিক অবরোধকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি।
বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে করা ওই মামলায় বিবাদী করা হয়েছিল দেশটির মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে। মামলায় কাতারের বিরুদ্ধে বাহরাইনের পদক্ষেপকে ‘শত্রুতা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
মামলার কারণ হিসেবে বুরশাইদ বলেন, ‘এই অবরোধ পারিবারিক বন্ধন ভেঙে দিয়েছে এবং সব বাহরাইনির পরিবারকে আহত করেছে। কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত বাইরাইনের সংবিধান ও আইনের পরিপন্থী।’
কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন কাতারের প্রতি কোনো ধরনের সহমর্মিতা প্রকাশ করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিল বাহরাইন। সংযুক্ত আরব আমিরাতও এ ধরনের ঘোষণা দিয়েছিল।
বুরশাইদকে গ্রেপ্তারের বিষয়ে বাহরাইনের দুর্নীতিবিরোধী সংস্থা এবং অর্থনৈতিক ও ইলেক্ট্রনিক নিরাপত্তা সংস্থার মহাপরিচালক জানান, বুরশাইদ সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব পোস্ট করেছেন, সেগুলো সামাজিক সম্পর্ক ও জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে।