সিরিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৮
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গাড়িবোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজধানীতে প্রবেশের চেষ্টাকালে সন্দেহভাজন তিন গাড়িবোমা হামলাকারীকে ধাওয়া করে পুলিশ। এর মধ্যে দুটি গাড়ির গতিরোধ করতে সক্ষম হয় পুলিশ। তবে তৃতীয় গাড়িটি দামেস্কের পূর্বাঞ্চলে তাহরির স্কয়ারে প্রবেশ করে। এর পর পুলিশ গাড়িটিকে ঘেরাও করার পর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।
ছয় বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন অংশে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থাকলেও দামেস্কের বেশির ভাগ অংশ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর দখলে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর শেষে প্রথম কর্মদিবসে রাজধানীর জনাকীর্ণ স্থানে বোমা মারার পরিকল্পনা করে হামলাকারীরা।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসীদের বোমায় বেসামরিক লোকজন হতাহত হন। এতে ওই এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়।’
স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি গোলাগুলির শব্দ শুনেছেন। এর পর একটি বিস্ফোরণে পার্শ্ববর্তী একটি বাড়ির জানালার কাচ চুরমার হয়ে যায়।
এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভের পর সিরিয়া যুদ্ধে তিন লাখের বেশি লোক নিহত হন। বাস্তুচ্যুত হন লাখ লাখ মানুষ।