লিবিয়ার সৈকতে রকেট হামলা, নিহত ৫
লিবিয়ার রাজধানী ত্রিপোলির সমুদ্রসৈকতে রকেট হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ২৫ জন। নিহতদের মধ্যে অন্তত একজন শিশু রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে বিবিসি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ত্রিপোলির পূর্বাঞ্চলে মিতিগা বিমানবন্দরের সামনের সৈকতে এ বিস্ফোরণ ঘটে। রকেট হামলার সময় সৈকতটিতে বিদেশি নাগরিকরা ছিলেন। তবে হামলায় কোনো বিদেশি নাগরিক নিহত হয়েছেন কি না, তা জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার বিমানবন্দরের ভেতরে নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
২০১৪ সালের মাঝামাঝি সময়ে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে বিমানবন্দরটির ব্যাপক ক্ষতি হয়েছিল।