গ্রিসে ব্যাংক বন্ধের সময় বাড়ল
গ্রিসের সব ব্যাংক বন্ধের মেয়াদ এবং এটিএম বুথ থেকে দৈনিক ৬০ ইউরো উত্তোলনের সময় আরো বাড়িয়েছে দেশটির সরকার। আর্থিক পুনরুদ্ধার নিয়ে ঋণদাতাদের সঙ্গে আলোচনার অচলাবস্থার পর গত ২৮ জুন এক সপ্তাহ ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু সংকটের উত্তরণ না ঘটায় নতুন সিদ্ধান্ত নিতে হলো।
বিবিসির খবরে বলা হয়েছে, ঋণ সংকটের সমাধান না হওয়া পর্যন্ত গ্রিসের এসব ব্যাংককে সহায়তা দেবে না ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক।
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি গ্রহণযোগ্য সংস্কার পরিকল্পনা হাজির করবেন। রোববার এই পরিকল্পনা জমা দেওয়ার শেষ সময়। এদিন ইউরোজোনের ১৯ সদস্য দেশসহ ইউরোপীয় ইউনিয়নের ২৮ সদস্য বৈঠকে যোগ দেবে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সতর্ক করে বলেছেন, ইউরোজোনের ইতিহাসে এটাই সবচেয়ে কঠিন সময়।
তৃতীয়বারের মতো আর্থিক পুনরুদ্ধার সহায়তা পেতে মরিয়া হয়ে উঠেছে গ্রিস। এটি না হলে ইউরো মুদ্রা প্রচলন থাকা অঞ্চল থেকে ছিটকে পড়বে দেশটি।
বুধবার রাতে একটি বিবৃতিতে গ্রিসের অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, ব্যাংকের ছুটি ১৩ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।
গতকাল বুধবার ফ্রান্সের স্ট্রসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য রাখেন অ্যালেক্সিস সিপ্রাস। এখানে তিনি অভিযোগ করেন, ‘ব্যয় সংকোচনের জন্য গ্রিসকে অতীতে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হয়েছে।’
এদিকে, ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ বলেছেন, গ্রিসের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে একটি সংস্কার কর্মসূচির পাশাপাশি ঋণ পুনর্মূল্যায়ন একমাত্র পথ। তিনি বলেন, ‘গভীর সংকটে পড়েছে গ্রিস, যা গুরুতরভাবে ও দ্রুত সমাধান করতে হবে।’