আইএসের প্রধান বাগদাদি নিহত : রয়টার্স
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ‘স্বঘোষিত খলিফা’ আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, খবরটি নিয়ে ধোঁয়াশা থাকলেও এটি সত্যি।
রয়টার্স এই খবরের উৎস হিসেবে সিরিয়াভিত্তিক ব্রিটিশ মানবাধিকার সংগঠনটির প্রধান রামি আব্দুল রহমানের নাম উল্লেখ করেছে।
রামি আব্দুল রহমান রয়টার্সকে জানান, সিরিয়ার দেইর আল জোর এলাকায় অবস্থান করা আইএসের প্রথম সারির নেতাদের কাছ থেকে বাগদাদী নিহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তবে কবে আইএসের প্রধান নেতা নিহত হয়েছেন এ ব্যাপারে কিছু জানায়নি আইএস।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল সিরিয়ার রাকা শহরে বিমান হামলায় বাগদাদী প্রাণ হারিয়েছেন। কিন্তু সে সময় মার্কিন কর্তৃপক্ষ খবরটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল।
তবে খবর প্রকাশ করলেও রয়টার্স জানিয়েছে তাদের নিজস্ব সূত্র থেকে খবরটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে রয়টার্সের খবরটি প্রকাশের পর ইরাকের বেসরকারি টেলিভিশন চ্যানেল আল সুমারিয়া টিভিও আইএসের সূত্রের বরাত দিয়ে আবু বকর বাগদাদির নিহত হওয়ার খবর জানায়।
টেলিভিশনটির বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইরাকের নাইনভা প্রদেশের আইএসের একটি সূত্রের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেলটি এই খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটির খবরে জানানো হয়, আইএসের পক্ষ থেকে বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সংগঠনটি তাদের নতুন নেতার নাম শিগগিরই ঘোষণা করবে।