কায়রোয় ইতালির দূতাবাসে গাড়িবোমা, নিহত ১
মিসরের রাজধানী কায়রোতে ইতালি দূতাবাসের সামনে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। বিস্ফোরণে কায়রোর কেন্দ্রস্থলে অবস্থিত ইতালি দূতাবাসের পাশের ভবনের একাংশ ধসে পড়ে। দেশটির পুলিশের বরাতে রয়টার্স জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইতালি দূতাবাসেই হামলা উদ্দেশ্যে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স ঘটনাস্থল থেকে এক সংবাদদাতার বরাতে জানায়, আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় দূতাবাস থেকে ৫০ মিটারেরও কম দূরত্বে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গাড়ির চালক নিহত ও তিন পথচারীসহ দূতাবাসের পাহারায় থাকা দুই পুলিশ সদস্য আহত হন। তবে তাৎক্ষণিকভাবে কেউ ঘটনার দায় স্বীকার করেনি।
২০১৩ সালের জুলাই মাসে সামরিক হস্তক্ষেপে দেশটির কট্টরপন্থী প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির উৎখাতের পর থেকে মিসরে বিভিন্ন জঙ্গি হামলায় কয়েকশ সৈন্য ও পুলিশ সদস্য প্রাণ হারায়। একই সময়ে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের ঘটনায় কমপক্ষে এক হাজার ৪০০ লোক নিহত হয় বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি।