জার্মানিতে গাছ থেকে ঝরল টাকা!
লোকজন রাস্তা ধরে হাঁটছিলেন। হঠাৎই পাশের একটি গাছের উঁচু ডাল থেকে মরা পাতা ঝরে পড়তে দেখা যায়। কাছে গিয়ে তো তাঁদের চোখ ছানাবড়া। এ যে ৫০ ইউরোর নোট! একটি বা দুটি নয়, অনেক। সব মিলিয়ে দুই লাখ মার্কিন ডলারের সমপরিমাণ, যা টাকায় এক কোটি ৫৬ লাখ। জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মিরোতে গত শনিবার এসব অর্থ পাওয়া যায়।
হ্যামবুর্গভিত্তিক সংবাদমাধ্যম এনডিআরের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ইউপিআই জানিয়েছে, গাছের দুই ডালে লুকিয়ে রাখা ব্যাগ থেকে ইউরোর নোটগুলো ঝুরঝুর করে পড়তে থাকে। ব্যাগটি আটকে রাখা একটি ইলাস্টিক ভেঙে যাওয়ার ফলে নোটগুলো নিচে পড়ে যায়।
ওই জায়গা ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের তাঁবু খাটানোর স্থান হিসেবে জনপ্রিয়। জায়গাটির মালিক এসে দাবি করলেন, ইউরোর নোটগুলো তাঁর। তবে কর্তৃপক্ষ এখনো মালিকানা কার, তা নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি এই সম্পত্তিতে থাকা একটি কুটিরে আগুন ধরে যায় আর এ ঘটনার সঙ্গে ইউরোর বিষয়টি সম্পৃক্ত।
এসব অর্থ পেয়ে যারা পুলিশের হাতে পৌঁছে দিয়েছে, তাদের ছয় হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। আগামী ছয় মাসের মধ্যে যদি সত্যিকার মালিক খুঁজে পাওয়া না যায়, তাহলে তাদের হাতে পুরো টাকাটাই দিয়ে দেবে পুলিশ।