বোমাভর্তি গাড়িকে চাপা দিলেন ট্যাংকচালক, বাঁচল অর্ধশতাধিক প্রাণ
উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দিয়ে গাড়ি বোঝাই করে আত্মঘাতী হামলা চালাতে যাচ্ছিল চার সন্ত্রাসী। কিন্তু তাদের উদ্দেশ্য বানচাল করে দিলেন এক ট্যাংকচালক। অসীম সাহসিকতা দেখিয়ে ওই গাড়ির ওপর দিয়ে চালিয়ে দিলেন ট্যাংক। এতে ট্যাংকের নিচেই বিস্ফোরিত হয় বোমাভর্তি গাড়িটি। ফলে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ সন্ত্রাসীরা। বেঁচে যায় কমপক্ষে ৫০টি প্রাণ।
স্থানীয় সময় সোমবার মিসরের সিনাই শহরের উত্তরাঞ্চলে ঘটে এই ঘটনাটি। সেদিনের ওই বিস্ফোরণে অর্ধশতাধিক প্রাণ বাঁচলেও ঘটনাস্থলে দুই শিশুসহ নিহত হয় কমপক্ষে সাতজন।
পুরো ঘটনাটি ধারণ হয় রাস্তার পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটিতে দেখা যায়, সিনাই শহরের একটি সড়কে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি গাড়ি। সঙ্গে ছিল একটি ট্যাংকসহ দুটি সাঁজোয়া যান।
হঠাৎ চারজন আরোহী নিয়ে একটি গাড়ি সেখানে পৌঁছায়। গাড়িটির গতিবিধি দেখে সবাই বুঝতে পারে সেটির উদ্দেশ্য আত্মঘাতী হামলা চালানো। সঙ্গে সঙ্গে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে থাকে সবাই।
বিষয়টি বুঝতে পারেন ঘটনাস্থলে থাকা ট্যাংকের চালকও। দেরি না করে ওই গাড়িটির ওপর দিয়ে চালিয়ে দেন ট্যাংক। এতে চ্যাপ্টা হয়ে যাওয়া গাড়িটিতে থাকা চার আরোহী নিহত হন। এরপর ট্যাংকটি বোমাভর্তি গাড়িটির পাশ কাটিয়ে একটু দূরে চলে যায়। আর সঙ্গে সঙ্গে চারপাশ কাঁপিয়ে বিস্ফোরিত হয় বোমাভর্তি গাড়িটি।
ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরেই ছিল একটি তল্লাশি ফাঁড়ি। সেখানে হামলা চালানোই ওই সন্ত্রাসীদের লক্ষ্য ছিল বলে ধারণা করছে মিসরের আইনশৃঙ্খলা বাহিনী। সেই লক্ষ্যে তারা সফল হলে নিহত হতে পারত কমপক্ষে ৫০ জন।
সোমবার চালানো ওই হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন।