মস্কোর আদালতে গুলিতে ৩ আসামি নিহত
রাশিয়ার রাজধানী মস্কোর একটি আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিন আসামি নিহত হয়েছেন। তারা অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিফটে আদালতে নেওয়ার সময় পাঁচ আসামি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। এর মধ্যে তিনজন পালানোর চেষ্টা করলে গুলিতে মৃত্যু হয়। অন্য দুই আসামি ও আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
ঘটনার পর কিছু সময়ের জন্য আদালত ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
মন্ত্রণালয় জানায়, ডাকাতির মামলায় আসামিদের বিচার চলছিল। তবে তাদের কোনো পরিচয় জানানো হয়নি।
রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস জানায়, কুখ্যাত জিটিএ চক্রের সদস্য আসামিরা।
২০১২ ও ২০১৪ সালের মধ্যে ১৭ মোটরচালককে হত্যার ঘ্টনায় সন্দেহ করা হয় জিটিএ চক্রকে।
ঘটনার সময় আদালত ভবনে উপস্থিত এক আইনজীবী জানান, তিনি অন্তত ২০টি গুলির শব্দ শুনেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে রাশিয়ান ন্যাশনাল গার্ডের সদস্য রয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া অন্য পুলিশ সদস্যের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।