দুবাইয়ে টর্চ টাওয়ারে আবার অগ্নিকাণ্ড
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বহুতল ভবন টর্চ টাওয়ারে আবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, দুবাইয়ের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সময় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
দুবাই সরকারের মিডিয়া দপ্তর এক টুইট বার্তায় জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিবিসি জানায়, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, টর্চ টাওয়ার নামে ওই বহুতল ভবনটি দাউদাউ করে জ্বলছে এবং আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ নিচে পড়ছে।
এর আগে ২০১৫ সালে টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দুই বছরের মাথায় ফের আগুন লাগল বিশ্বের অন্যতম বহুতল এই ভবনটিতে।