প্যারিসে সেনাদের ওপর উঠে গেল বিএমডব্লিউ গাড়ি, আহত ৬
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে সেনাদলের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় ছয় সৈন্য আহত হয়েছেন। একে পরিকল্পিত ও সন্দেহভাজন সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে দেশটির পুলিশ ও স্থানীয় প্রশাসন।
ফ্রান্সের পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রাস্তার পাশে অবস্থান করা সৈন্যদলের ওপর বিএমডব্লিউ গাড়ি নিয়ে হামলা চালানো হয়েছে। দ্রুতবেগে ওই গাড়ি রাস্তার পাশে পেভমেন্টে অবস্থান করা সৈন্যদের ওপর উঠে যায়।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় তিনজন সৈনিক গুরুতর আহত হয়েছেন। বাকি তিনজন সামান্য আহত হন। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।
এদিকে ফরাসি পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর বিএমডব্লিউ গাড়ি ও এর চালককে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় লেভাল্লোইস-প্যারেট কমিউনিটির মেয়র প্যাট্রিক ব্যালকেনি জানিয়েছেন, ঘটনাটির সময় সেনারা ব্যারাক থেকে টহলের উদ্দেশ্যে বের হয়েছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিএমডব্লিউ গাড়িটি হঠাৎই তাঁদের ওপর উঠিয়ে দেওয়া হয়।
প্যাট্রিক ব্যালকেনি বলেন, সেনাদের লক্ষ্য করে যে গাড়িটি হামলা করেছে তাতে কোনো সন্দেহ নেই। এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলেও দাবি করেন লেভাল্লোইস-প্যারেট কমিউনিটির মেয়র।