এবার রাশিয়ায় এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ৭
ফিনল্যান্ডের টুর্কু শহরে হামলাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর এবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে রাশিয়ায়। দেশটির সারগাত শহরে এক ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সারগাত শহরের একটি রাস্তার পথচারীদের ওপর এই হামলা চালানো হয়। শহরটি রাজধানী মস্কো থেকে এক হাজার ৩০০ মাইল দূরে সাইবেরিয়ার খানতি-ম্যানসিস্ক অঞ্চলে অবস্থিত।
হামলায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি।
এদিকে হামলার পর ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী। তাঁর পরিচয় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী সারগাত শহরেরই বাসিন্দা। তিনি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। তবে কী কারণে তিনি হামলা চালিয়েছেন তা জানা যায়নি।
এদিকে এই হামলার পেছনে জঙ্গিবাদের হাত আছে কি না, তা পুলিশ নিশ্চিত করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। পুলিশের ধারণা, ‘হত্যাচেষ্টা’ থেকে হামলাটি চালানো হতে পারে।
এর আগে গতকাল শুক্রবার ফিনল্যান্ডের টুর্কু শহরে হামলাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন দুজন। এ ছাড়া আহত হন কমপক্ষে ছয়জন।